Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,১১ডিসেম্বর,২০১৯ঃ সরকারি অফিস ও প্রতিষ্ঠান থেকে বিদেশি কম্পিউটার এবং সফটওয়্যার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। আগামী তিন বছরের মধ্যে বিদেশি সফটওয়্যার ও হার্ডওয়্যার সরিয়ে চীনের তৈরি পণ্য নেয়ার জন্য সম্প্রতি বেইজিং নির্দেশনা জারি করেছে বলে ফিন্যানশিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালে ৩০ শতাংশ, ২০২১ সালে ৫০ শতাংশ এবং ২০২২ সালে বাকি ২০ শতাংশ পণ্য পাল্টানোর নির্দেশনা দেয়া হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।