Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,১১ডিসেম্বর,২০১৯ঃ ঠাকুরগাঁও প্রতিনিধি : বিজয় দিবস ও বিজয়ের মাস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা বিতরণ করা হয়। গতকাল বুধবার শহরের জলেশ্বরীতলায় লেখক, মানবাধিকার কর্মী ও লেখিকা জুঁই জেসিমিনের উদ্যোগে এ বিতরণ শুরু হয়।
ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় পৌর এলাকা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও অন্যান্য উপজেলাতেও জুঁই জেসমিন জাতীয় পতাকা বিতরণ করবেন বলে জানান। জলেশ্বরীতলায় পতাকা বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, দেন জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করেন জুঁই জেসমিন। ঈদ আনন্দের মতো প্রত্যেক পরিবারকে জাতীয় পতাকা উত্তোলনের আহবান জানান তিনি।