Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,১১ডিসেম্বর,২০১৯ঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এক হোটেলে সন্ত্রাসী হামলায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন সামরিক বাহিনী সদস্য এবং আট জন বেসামরিক বাহিনীর সদস্য বলে জানায় দেশটির পুলিশ।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ হামলায় অংশ নেয়া পাঁচ জিহাদীর সকলেই প্রাণ হারিয়েছে। শাবাব জঙ্গি গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

নিরাপত্তা বাহিনী এসওয়াইএল হোটেলে চালানো এ সন্ত্রাসী হামলা সাহসিকতার সঙ্গে মোকাবলা করে এবং তার অবসান ঘটায়। এছাড়া হামলার সময় হোটেলে অবস্থান করা সরকারি কর্মকর্তাসহ ৮০ জনেরও বেশি বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে বলেও পুলিশের ঐ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে জঙ্গি গোষ্ঠী আল শাবাব এক বিবৃবিতে বলেছে, পরিকল্পনা মোতাবেক তারা একটি অভিযান চালিয়েছে। তবে এ বিবৃতিতে বিস্তারিত কিছুই উল্লেখ করা হয়নি।