বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। পরে তারা সেখানে বসে অবস্থান কর্মসূচী পালন করে।
এসময় চাকুরী স্থায়ীকরণসহ তিন দফা দাবি লেখা প্লাকার্ড প্রদর্শন করেন তারা।
অবস্থান কর্মসূচি চলাকালে কর্মচারী শেখ নাহিদ, আব্দুল কাদের ও গোলাম রসুল বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, চাকরি স্থায়ীকরণ না হওয়ায় বিগত ৪ মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে কর্মচারীরা। এতে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের।