Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,শুক্রবার,১৩ডিসেম্বর,২০১৯ঃ বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত এই তালিকায় ২৯ নম্বরে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার প্রকাশিত ওই তালিকার শীর্ষ স্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এর পরের স্থানে রয়েছেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের ক্রিস্টিন লগার্দ। তালিকার তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

শেখ হাসিনা প্রসঙ্গে ফোর্বস ম্যাগাজিনে বলা হয়েছে, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। এখন চতুর্থ মেয়াদে ক্ষমতায় আছেন তিনি। এটাকেই নিজের শেষ মেয়াদ বলে মনে করেন শেখ হাসিনা। তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বাড়ানোর মতো ইস্যুতে মনোনিবেশ করেছেন।

ফোর্বসের তালিকায় প্রভাবশালী শীর্ষ ১০ নারীর তালিকায় অ্যাঙ্গেলা মেরকেল, ক্রিস্টিন লগার্দ, নেন্সি পেলোসির পরে যথাক্রমে রয়েছেন, আরসুলা ভন দের লেয়েন, মেরি বারা, মেলিন্ডা গেটস, আবিগেইল জনসন, আনা পেট্রিসিয়া বোটিন, গিনি রোমেটি এবং মেরিলিন হিউসন।

ফোর্বসের এবারের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার অবস্থান ৩৪ নম্বরে।