Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার,১৩ডিসেম্বর,২০১৯ঃ শীতে ত্বক ও চুলের মতো ঠোঁট রুক্ষ ও শুষ্ক হয়ে ফেটে যায়। আবহাওয়ার কারণে আর্দ্রতা হারিয়ে ঠোঁট কালচে হয়ে যায়। এ সময় ঠোঁটের বাড়তি যত্ন নিলে ঠোঁট ফাটা রোধ করা যায়।

  • যেভাবে ঠোঁটের যত্ন নিবেন

ঠোঁট ভালো রাখতে নিয়মিত মরা কোষ দূর করতে হবে। মরা কোষ দূর করতে প্রতিদিন ঠোঁটে কয়েক ফোটা মধু রেখে ১০ মিনিট আলতো করে ঘষুণ। এতে মরা কোষ দূর হয়ে ঠোঁট হবে নরম ও কোমল।

অতি বেগুনি রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করতে বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন লাগান। লাগানোর সময় হালকা পানি মিশিয়ে নিন।

ঠোঁটে ভালো মানের লিপবাম এবং লিপস্টিক ব্যবহার করতে হবে।

শুকিয়ে গেলে জিহবা দিয়ে ভেজানো যাবে না। এতে ঠোঁট আরও ফেটে যায়।

নিয়মিত ঠোঁট পরিস্কার রাখতে হবে এবং শুকিয়ে গেলে লিপবাম লাগাতে হবে।

ঠোঁট সুন্দর রাখতে ধূমপান ছেড়ে দিতে হবে। সিগারেটের নিকোটিন ঠোঁটকে কালো করে ফেলে।