Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,শুক্রবার,১৩ডিসেম্বর,২০১৯ঃ বাংলাদেশের দুই মন্ত্রীর ভারত সফর বাতিল করার পর এবার ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে ভারত দাবি করেছে, তাদের সঙ্গে আলোচনা করেই জাপান প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে উত্তেজনার ফলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফর বাতিল করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকেই সংবাদ মাধ্যমে জল্পনা তৈরি হয়, ভারত সফর বাতিল করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। নাগরিকত্ব সংশোধনী বিল বিল ও এনআরসির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল অসমের গুয়াহাটিতেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা ছিল।