খােলাবাজার২৪,শনিবার,১৪ডিসেম্বর,২০১৯ঃঅব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমার সুলতানপুর রোডে উদ্বোধন করা হল এক্সিম ব্যাংকের ১২৯তম শাখা। আজ (১৪ ডিসেম্বর ২০১৯) এ উপলক্ষে শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোঃ আব্দুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি এক্সিম ব্যাংক-কে দেশের অন্যতম সেরা ব্যাংক আখ্যায়িত করে দক্ষিণ সুরমার ব্যবসায়ীদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ নেয়ার পরামর্শ জানান এবং আমানত রাখার জন্য অনুরোধ করেন।
সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন-এক্সিম ব্যাংক তার সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ণ অবদান রাখছেন। তিনি ব্যাংকের বহুমূখী আমানত ও বিনিয়োগ হিসাবসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সিএসআর কার্যক্রম তুলে ধরেন।