খােলাবাজার২৪,শনিবার,১৪ডিসেম্বর,২০১৯ঃ যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর জাগরনী সংসদ মাঠে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস সহ সাধারণ চিকিৎসা সেবা এবং কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক আব্দুল কুদ্দুস ধীরন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকগণ, নির্বাহী, কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। অনুষ্ঠানে প্রায় ৩১১০ রোগীর চিকিৎসা সহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া প্রায় ৫০০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়।