Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,১৪ডিসেম্বর,২০১৯ঃমো:হাফিজুর হাওলাদারঃবাগেরহাট-প্রতিনিধিঃ গত(১৩ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় মোংলা পৌরসভার ১নং ওয়ার্ডের কুমারখালী ১ নং গেইট এলাকায় মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীর উদ্যোগে “হ্যালো ওসি” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হ্যালো ওসি, অনুষ্ঠানে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণের বিভিন্ন ধরনের অভিযোগ  ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী গ্রহণ করে এবং তাৎক্ষনিক সামাধান ও করেন। এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
তিনি আরো বলেন,যেকোনো সময় যেকোনো ব্যাপারে ২৪ ঘন্টা যে কোনো  ব্যক্তি আমাকে মোবাইল করে অভিযোগ করতে পারেন,তিনি আরো বলেনযে, পুলিশ আপনাদের শত্রু নয় পুলিশ আপনাদের বন্ধু। মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমান উপস্থিত থেকে সাধারণের মাঝে সচেতনতা মূলক বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাদক,  ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোংলা পৌর যুবলীগের সভাপতি মোঃ কবির হোসেন,সাবেক পৌর মেয়র শেখ আব্দুস সালাম, মোংলা প্রেস ক্লাবের সম্পাদক মোঃ হাছান গাজী,যুগান্তর ও  মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি আমির হোসেন আমু সহ আরো বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। স্থানীয় সামাজিক, ধর্মীয় ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ “হ্যালো ওসি” কার্যক্রমে উপস্থিত থেকে মোংলা থানা পুলিশকে সহায়তা প্রদান করেন।