খােলাবাজার২৪,শনিবার,১৪ডিসেম্বর,২০১৯ঃ মোঃহাফিজুর হাওলাদার,বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় অষ্টম শ্রেনীর এক স্কুল শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিন মালগাজী গ্রামে এ ঘটনা ঘটে। এ ধর্ষনের ঘটনায় প্রসেনজিৎ দাস(৩৫)নামে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রতিবেশীরা জানায়,ওই স্কুল শিক্ষার্থীর বাড়িতে একা থাকায় প্রতিবেশী যুবক প্রসেনজিৎ তাদের ঘরে প্রবেশ করে এবং ভয়ভীতি দেখিয়ে মুখ ও পা বেঁধে তাকে ধর্ষন করে। এক পযার্য় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং যুবক প্রসেনজিৎ পালানোর চেষ্টা করলে তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
একই সঙ্গে আলামত সংগ্রহ সহ ধর্ষিত কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতার মা রুনুমা মিস্ত্রী বাদী হয়ে মোংলা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। এ বিষয় মোংলা থানার এস আই জাহাঙ্গীর হোসেন জানান, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য আজ শুক্রবার বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তিনি জানান, ঘটনার পর পরই সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন সহ সার্বিক বিষয় খোঁজ খবর নেন ।
পুরো ঘটনা অনুসন্ধানে পুলিশের তদন্ত চলছে। তবে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হলে এ বিষয় নিশ্চিত হওয়া সম্ভব হবে বলেও তিনি জানান।