Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,২১ডিসেম্বর,২০১৯ঃ তাপমাত্রা বাড়লেও শীতের দাপট বেড়েছে রাজশাহীতে। দুইদিন ঘন কুয়াশা আর হিমেল হাওয়া বয়ে যাচ্ছে রাজশাহীর উপর দিয়ে।

শনিবার তাপমাত্রা কিছুটা বেড়ে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। কিন্তু শীতের প্রকোপ কমেনি। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজশাহী মহানগরী। ভোরে সূর্যোদয় হলেও তার কিরণ বিকোশিত হতে পারেনি শীতল এই প্রকৃতিতে। দুপুরেও রাজশাহীতে বিরাজ করছে ভোরের আভা। ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। এজন্য শীত একটু বেশিই অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা বেড়েছে।

তিনি বলেন, শনিবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপমাত্রা বেড়েছে। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।

রাজশাহীর ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা আবহাওয়াবিদ কামলা উদ্দিন বলেন, এ সময় কুয়াশা পড়া অনেকটা স্বাভাবিক। সাধারণত এই কুয়াশা কাটলে শীতের তীব্রতা বাড়ে। ফলে শীত আরও বাড়বে বলেও জানান এই কর্মকর্তা।