খােলাবাজার২৪,রবিবার,২২ডিসেম্বর,২০১৯ঃবাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর ৪৬ তম তমালতলা ব্রাঞ্চ ২২ ডিসেম্বর, ২০১৯ রবিবার নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তমালতলায় উদ্বোধন করা হয়। বিডিবিএল এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন প্রধান অতিথি হিসেবে ব্রাঞ্চটি উদ্বোধন করেন। বিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও জনাব কাজী আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, বিডিবিএল এর জিএম মো: আবদুল বাকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়ঙ্কা দেবী পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাদী, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, বাগাতিপাড়া কারিগরী ও কৃষি কলেজের প্রিন্সিপাল পরিমল কুমার কুন্ড, তমালতলা বাজার কমিটির সভাপতি আমজাদ হোসেন সাধু সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “বিডিবিএল সেবা প্রদানের ক্ষেত্রে হবে একটি আদর্শ মডেল ব্যাংক। এই ব্যাংক শুধু লাভ করার জন্য নয় বরং এলাকার আর্থ সামাজিক উন্নয়নে অংশীদার হবে।”