Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,২৪ডিসেম্বর,২০১৯ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ৯১ সদস্যর এ কমিটি অনুমোদন করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাবি ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বাতিল করে রাকিবুল ইসলাম রাকিবকে আহবায়ক ও মো. আমানউল্লাহ আমানকে সদস্য সচিব করে ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত নেতাদের আগামী এক মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।