Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,২৪ডিসেম্বর,২০১৯ঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ঢুকে ভিপি নুর ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের কর্মীদের ওপর হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সোমবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি ছাত্রলীগের সভাপতি ও আমি নিজে তদন্ত করছি। এতে ছাত্রলীগের কারো জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ডাকসু ভিপির ওপর এমন হামলা বেদনাদায়ক উল্লেখ করে লেখক ভট্টাচার্য বলেন, ক্যাম্পাসে এমন হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত।

এসময় কারণ ছাড়াই ছাত্রলীগকে ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের কিছু অতি উৎসাহী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এসবের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

লেখক ভট্টাচার্য বলেন, ডাকসুর ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ফলে নেতাকর্মীদেরকে এদের বিষয়ে সচেতন থাকতে হবে। কেউ যদি ক্যাম্পাস অস্থিতিশীল করতে চায় তাদেরকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, রোববার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চের ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে অভিযোগ ওঠে।