খােলাবাজার২৪,মঙ্গলবার,২৪ডিসেম্বর,২০১৯ঃ সাউথইস্ট ব্যাংক লিমিটেড ২৪ ডিসেম্বর ২০১৯ তারিখে পাবনায় আব্দুল হামিদ রোড উপশাখা উদ্বোধন করেছে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: হাবিবুর রহমান আব্দুল হামিদ রোড উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে, সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, পেশাজীবীবৃন্দ, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড সব সময়, সব খানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। এখন থেকে আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সাউথইস্ট ব্যাংকের আব্দুল হামিদ রোড উপশাখা হতে আধুনিক বাণিজ্যিক ব্যাংকিং সেবা সমূহ (বৈদেশিক লেনদেন ছাড়া) প্রদান করা হবে।