Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,২৪ডিসেম্বর,২০১৯ঃআজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব উইন্টার ফেয়ার – ২০১৯ উদ্বোধন শেষে স্টল পরিদর্শনে আসেন গণপূর্ত মন্ত্রী জনাব শ. ম. রেজাউল করিম এবং রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল।

রূপায়ণ হাউজিং এস্টেট লিঃএর স্টলে তাদে রফুল দিয়ে স্বাগত জানায় রূপায়ণগ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব মাহীর আলী খাঁন রাতুল। এ সময়ে তিনি উপস্থিত সবাইকে দেশের সর্ববৃহৎ মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার ৩৬০˚ ডিগ্রী প্যানোরমিক ভিউ দেখান এবংঅন্যান্য প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।