Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,২৫ডিসেম্বর,২০১৯ঃ সব দলের সম্মতি না পেলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় একথা জানান তিনি। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সব কেন্দ্রেই ভোট হবে ইভিএমে- নির্বাচন কমিশনের এমন ঘোষণার পর থেকেই জোরালো বিরোধিতা করে আসছে বিএনপি। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই না চাইলে এ পদ্ধতিতে ভোট হবে না।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ইভিএমে কোনো অসুবিধা দেখি নাই। আপনারা মাঠে থাকবেন তাদের কাছে যদি অসঙ্গতি লাগে, আমাকে বলবেন। যদি সবাই বলেন ইভিএম দিয়ে ভালোভাবে নির্বাচন পরিচালনা করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করব না।

আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রধান অতিথির বক্তব্যে কার কী রাজনৈতিক পরিচয় তা না দেখে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন স্।

সিইসি বলেন, কার কি রাজনৈতিক পরিচয় তা নির্বাচন কর্মকর্তাদের দেখার বিষয় নয়। প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করতে হবে এবং সবাইকে সমান গুরুত্ব দিতে হবে।

আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ঢাকার দুই সিটিতে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর।