Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,২৫ডিসেম্বর,২০১৯ঃ রাজধানীর বাইরেও নানা আয়োজনে বড়দিন উদযাপন করছেন খ্রিস্টধর্মীরা। গির্জাগুলোকে সাজিয়ে তোলা হয়েছে নানা দৃশ্যকল্পে। ভক্তানুরাগীদের পাশাপাশি নানা ধর্ম বর্ণের মানুষ এ উৎসবে অংশ নিয়েছেন।

চট্টগ্রাম : নগরীর সব গির্জা সেজেছে বর্ণিল সাজে। সমবেত প্রার্থনার মধ্য দিয়ে চট্টগ্রামে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে খ্রিস্ট ধর্মাবলম্বীরা গির্জায় এসে উপস্থিত হতে থাকেন। পাথরঘাটা রানী জপমালা গির্জাতে প্রার্থনা করেন তারা। এ সময় ধর্মীয় আচার, রীতি মেনে দেশের সব মানুষের মঙ্গল কামনা করা হয়।

ময়মনসিংহ : বুধবার সকালে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর গির্জায় সৌহার্দ-সম্প্রীতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন ভক্তরা। যিশুর দেখানো মানবতার পথ অনুসরণের আহ্বান জানানো হয়। এদিকে বড়দিনের উৎসব উপলক্ষে গির্জাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট : বড় দিনের বর্ণিল উৎসবের ছোঁয়া লেগেছে সিলেটেও। চার্চে প্রার্থনা ও সঙ্গীতসহ নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে দিনটি। লাল সবুজের আলোয় গির্জাগুলোকে সাজানো হয়েছে।

বরিশাল : বরিশাল সদররোডের ক্যাথিড্রাল চার্চে ফাদার লজারস কানু গোমেজ দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা পরিচালনা করেন। পরে খ্রিস্ট ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

রংপুর : ধর্মীয় সঙ্গীত, কেককাটাসহ নানা আয়োজনে রংপুরে উদযাপন করা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এছাড়া বদরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জসহ বিভিন্ন খ্রিস্টানপল্লীতে উদযাপন করা হচ্ছে দিনটি।

খুলনা : খুলনায় ধর্মীয় নানা আচারের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে বড়দিন। এছাড়া নীলফামারী, ঝিনাইদহ, নেত্রকোনা, জয়পুরহাট ও বান্দরবানসহ সারাদেশে বড়দিন উদযাপন করা হচ্ছে।