Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,২৫ডিসেম্বর,২০১৯ঃ পিরোজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান মহোদয়ের নেতৃত্বে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব মোল্লা আজাদ হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব একেএম মিজানুল হক, এসআই দেলোয়ার হোসেন জসিম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নদী পথে চোরাচালান রোধে ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ২৫/১২/২০১৯ খ্রিঃ রাত ০৪:০০ ঘটিকায় কঁচা নদীর দক্ষিন দিক থেকে একটি ট্রলার দ্রুত বেগে চালিয়ে যাওয়ার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ট্রলার থামার জন্য সংকেত দিলে, ট্রলার না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ ট্রলারটি থামিয়ে ৪ জনকে আটক করে এবং উক্ত ট্রলারে ৬০ বান্ডেল ভারতীয় তৈরী বিভিন্ন রকমের শাড়ী,থ্রী পিস, চাদর উদ্ধার করে। জব্দকৃত অবৈধ মালামালের বাজার মুল্য অানুমানিক ১ কোটি ৫০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।