খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৬ডিসেম্বর,২০১৯ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের নামে একটি বেসরকারি টেলিভিশনে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের টাউন ক্লাব সড়ক ও সদর রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন সংগঠন ও স্তরের জনগণ ব্যানার নিযে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল বুধবার একটি বেসরকারি টেলিভিশনে (যমুনা টিভি) পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক এর নামে উদ্দেশ্যপ্রনিত ভাবে যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।কোনো প্রমাণ ছাড়া এধরনে অসত্য সংবাদ প্রচার করা হয়েছে। ভবিষ্যতে মিথ্যা সাংবাদ প্রচার করা হলে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, পৌর কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন, মিনারা বেগম, সাদউল্লাহ লিটন, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম মিরণ, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন প্রমুখ।