Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৬ডিসেম্বর,২০১৯ঃমোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক প্রীতি রঞ্জন সাহার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী প্রেসক্লাবের আয়োজনে সোমবার দুপুর-১২ টা থেকে ১টা পর্যন্ত নরসিংদী প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস এর মানববন্ধনে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ মন্টির সঞ্চালনায় মানববন্ধনে উপস্হিত বক্তব্য রাখেন নরসিংদী ইন্ডিপেনন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, মুক্তিযোদ্ধা ও আইনজীবী রেজাউল করিম বাছেত, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ রায়, সাবেক সভাপতি আব্দুর রহমান ভুইয়া, হাবিবুর রহমান, এনএসপির সাবেক সাধারণ সম্পাদক নাছিবুর রহমান খান, শিবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃআসাদুজ্জামান আসাদ, পলাশ প্রেসক্লাবের সভাপতি এস এম সফি, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি লিটন, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুলসহ জেলা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তাগন আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক প্রীতিরঞ্জন সাহার উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষনা দেন।