Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,২৮ডিসেম্বর,২০১৯ঃপিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে পারিবারিক অধিকার থেকে বঞ্চিত অসহায় এক অন্ধ স্কুল শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম কাজীর ন্যায্য অধিকার পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে তারই মেঝো মেয়ে ফরহানা ফেরদৌসি মনি। আজ শনিবার সকালে শহরের টাউন ক্লাব রোডে বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববনন্ধনে বক্তারা বলেন, নজরুল ইসলামকে তার প্রাপ্য পারিবারিক সম্পত্তি থেকে দীর্ঘ দিন ধরে বঞ্চিত করে রেখেছেন তারই বড় মেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফেরদৌস মুক্তা। শুধু তাই নয়। অন্ধ এই স্কুল শিক্ষককে বাড়ি থেকে তাড়িয়েও দেওয়া হয়েছে। আর জীবন জীবিকার তাগিদে তিনি বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তিও করেছেন। বর্তমানে ৮৫ বছর বয়সী এই শিক্ষক বিভিন্ন ধরণের ব্যধিতে আক্রান্ত। তাই তার সুচিকিৎসা প্রয়োজন। তারা ফরহানা ও তার পিতা সৈয়দ নজরুল ইসলামের প্রাপ্য সম্পত্তি ফিরে পেতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এ সময় ফরহানা ফেরদৌসি বলেন, প্রশাসন তথা বিভিন্ন জায়গায় দেনদরবার করেও প্রতিকার না পাওয়ায় পিতার হয়ে তিনি এ মানববন্ধন করছেন।
মানববন্ধনে সৈয়দ নজরুল ইসলাম কাজীর মেঝো মেয়ে সৈয়দা ফরহানা ফেরদৌসির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জাহিরুল হক টিটু, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্নয়ক হাসিবুল ইসলাম হাসান প্রমুখ।