খােলাবাজার২৪,শনিবার,২৮ডিসেম্বর,২০১৯ঃপিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারের পার্শ্ববর্তী ওয়াহেদাবাদ গ্রামের কৃষক মো. সগীর খাঁর (৪৫) বসত ঘর শনিবার সকাল ৯টার দিকে আগুন লেগে সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। আগুনে নতুন ঘর তোলার জন্য ঘরে রাখা নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা, জমির দলিলপত্র সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সগীর খাঁ ওয়াহেদাবাদ গ্রামের মৃত আ. জব্বার খাঁন এর ছেলে। তার স্ত্রী জাহানারা বেগম ৪ বছর ধরে সৌদী প্রবাসী। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিভে যাওয়ার পর ঘটনা স্থলে পৌঁছে।
জানাযায়, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে চুলায় রান্না করে খেয়ে সগীর মিরুখালী বাজারে সবজি বিক্রি করতে যায় এবং একমাত্র সন্তান রুবেল স্কুলে যায়। ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে বসত ঘরে ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গৃহকর্তা সগীর খাঁন জানান, ঘর তৈরির জন্য ইট, রড ও বালু ক্রয়ের জন্য ঘরে রক্ষিত দেড় লক্ষাধিক নগদ টাকা, জমির দলিল পত্র এবং পাসপোর্টসহ প্রায়