Wed. Oct 22nd, 2025
Advertisements
bari-cec
খােলাবাজার২৪,শনিবার,২৮ডিসেম্বর,২০১৯ঃ সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের জন্যই ঢাকার দুই সি‌টি ক‌র্পোরেশ‌নের ভোটগ্রহণ ইভিএমে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন ক‌মিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। শনিবার (২৮ ডিসেম্বর) দুপু‌রে ব‌রিশাল আঞ্চ‌লিক নির্বাচন কার্যাল‌য়ে জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ের নির্বাচন কর্মকর্তা‌দের সঙ্গে মত‌বি‌নিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ত্রুটিমুক্ত করার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করব। যাতে লোক ভোট দিতে গিয়ে ভোট দিয়ে আসতে পারে। এখানে ত্রুটিযুক্তর কোনো সুযোগ আমরা রাখতে চাই না।

তবে নির্বাচন কর্মকর্তারা ইভিএমকে ত্রুটিযুক্ত বললে সিদ্ধান্ত পাল্টানো যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।