Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,২৯ডিসেম্বর,২০১৯ঃ নখ মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। নখের নিজস্ব কিছু রোগ রয়েছে। আবার দেহের কিছু রোগের প্রভাবও নখের ওপর পড়ে। নখে অনাইকোমাইকোসিস নামে একটি প্রচলিত রোগ হয়।

অনাইকোমাইকোসিস ফাঙ্গাসজনিত একটি রোগ। সাধারণত প্রথমে এর কোনো লক্ষণ থাকে না। তাই রোগী কোনো অভিযোগ করে না। দেখা যায়, নখের রং বদলে যায়। একটু হলুদাভ হয়। নখ পুরু হয়ে যায়। পরবর্তী সময়ে যখন লক্ষণ প্রকাশ পায়, তখন রোগীর দৈনন্দিন কাজ ব্যাহত হয়।

যেহেতু এটা ছত্রাক দিয়ে হয়, তাই টিপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে। সেটা লোশন বা ক্রিম হতে পারে। পাশাপাশি অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে হয়। এই ওষুধ সাধারণত তিন মাস খেতে হয়।

আক্রান্ত জায়গা বেশিক্ষণ ভেজা রাখা যাবে না। এমনকি খুঁটাখুঁটিও করা যাবে না। আরোগ্যলাভের জন্য প্রায় এক বছর পর্যন্ত ওষুধ সেবন করতে হতে পারে। সে জন্য ধৈর্য হারিয়ে মাঝপথে ওষুধ সেবন বন্ধ করা যাবে না।

অবশ্য লিভার ফাংশন পরীক্ষা না করে এ ধরনের ওষুধ সেবন ঝুঁকিপূর্ণ। তবে চিকিৎসক পর্যবেক্ষণ করে উপযুক্ত মনে করলে ওষুধ দিতে পারবেন। তাই এ সমস্যায় আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন, চিকিৎসা নিন, ভালো থাকুন।