খােলাবাজার২৪,রবিবার,২৯ডিসেম্বর,২০১৯ঃ লক্ষ্মীপুরের রামগতি -কমলনগরের যারা শারীরিক প্রতিবন্ধকতার জন্য হাটা চলাফেরা করতে পারে না তাদের মধ্য থেকে গত (২৬-১২-২০১৯) তারিখে ১৪ জনকে হুইল চেয়ার উপহার দিল স্বেচ্ছাসেবী প্লাটফর্ম ‘স্বপ্ন নিয়ে’।
এই সময় উপস্থিত ছিলো ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক আশরাফুল আলম হান্নান, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, সমন্বয়ক (স্বাস্থ্য) আরাফাত হোসেন, সমন্বয়ক (আইটি) পারভেজ অনিক, সমন্বয়ক ( ব্লাড) নোমান সিদ্দিক ।
হুইল চেয়ার বিতরণ প্রসঙ্গে ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক আশরাফুল আলম হান্নান বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্থ অসহায় মানুষ দেখে থাকি। আমাদের সকলের যার যার সামর্থ্য অনুযায়ী এসকল মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিৎ। পক্ষাঘাতগ্রস্থ অসহায় ও গরীব মানুষের প্র্রাত্যহিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি যেনো গতির সঞ্চার হয় এবং এর মাধ্যমে তাদের জীবন-যাপন আরো সহজ ও সুন্দর হবে সে লক্ষ্যেই ”স্বপ্ন নিয়ে” এমন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে যারা আমাদেরকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা গভীর কতজ্ঞতা প্রকাশ করছি।