খােলাবাজার২৪,সোমবার,৩০ডিসেম্বর,২০১৯ঃরাজধানীর ৪৭, মতিঝিল -এ ডিসেম্বর ৩০, ২০১৯ তারিখে ডাচ্-বাংলা ব্যাংকের কর্পোরেট শাখার শুভ উদ্বোধন করা হয়।
ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান জনাব এম. সাহাবুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের কর্পোরেট শাখার উদ্বোধন করেন। নতুন শাখার সুষ্ঠু পরিচালনা এবং দেশের অগ্রগতি ও ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির জন্য মহান আল্লাহর অশেষ রহমত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব সায়েম আহমেদ, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য জনাব মোহাঃ খোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আবুল কাশেম মোঃ শিরিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও শিল্পপতিগণ এবং অন্যান্য অতিথিবৃন্দ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।