Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,৩০ডিসেম্বর,২০১৯ঃ সিলেটের বিপক্ষে বড় জয় পেয়েছে রংপুর রেঞ্জার্স। ক্যামেরুন ডেলপোর্টের ঝড়ো ইনিংসে ভর করে ৮ উইকেটে জয় পায় ওয়াটসন বাহিনী। এ জয়ে পয়েট টেবিলেও সুরমা পাড়ের দলটিকে টপকে গেল রংপুর।

এর আগে ১৩৪ রানে টার্গেটে খেলতে নেমে দলপতি ওয়াটসনকে হারিয়ে শুরুতে বিপাকে পড়ে তারা। তরুণ পেসার ইবাদতের বলে বোল্ড হওয়ার আগে ১ রান করে সাঝঘরে ফিরেন তিনি। এরপর রংপুরে ওপেনার মোহাম্মদ নাইম ও ক্যামেরুন ডেলপোর্ট গড়ে তুলেন ৯৯ রানের পার্টনারশিপ। ২৮ বলে ৫ ছয় ও ৬ চারে ৬৩ রান করেন তিনি।

অন্যদিকে মোহাম্মদ নাইম ৫০ বলে ৩৮ রান করে অপরাজিত রয়েছেন।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তলানির দুই দল। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করে সিলেট থান্ডার্স।

রংপুর রেঞ্জার্স: ১৩৪/৩
মোহাম্মদ নাঈম ৩৮* (৫০)
ক্যামেরুন ডেলপোর্ট ৫৯ (২৬)
শেন ওয়াটসন ১ (৬)
লু্‌ইস গ্রেগরি ০ (২)
মোহাম্মদ নবী ১৮* (১২)

বোলার:
নাভিন উল হক ৪-০-১৩-২
ইবাদত হোসেন ৩-০-১২-১
নাঈম হাসান ৪-০-৪৫-০
সোহাগ গাজী ৪-০-২২-০
শেরফান রাদাফোর্ড ২-০-২২-০
মনিরুল হোসাইন ২.২-১৫-৪-০