
রোববারের ৪টি ককটেল বিস্ফোরণের পর সোমবার (৩০ ডিসেম্বর) সকালে আবারো জোড়া ককটেল বিস্ফোরণে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন।
ঘটনার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগ। এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে তারা।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রদলের দুটি গ্রুপ যারা বিভিন্ন দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। তাদের মধ্য থেকে হয়তো বা এই ধরণের কোন কার্যকলাপ হতে পারে বলে আমরা মনে করছি।
ক্যাম্পাসের নিরাপত্তায় প্রশাসন নির্বিকার উল্লেখ করে ছাত্রদলের অভিযোগ, তাদের ক্যাম্পাস ছাড়া করতেই ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, যেভাবে একের পর এক ককটেল বিস্ফোরণ হচ্ছে এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল উদ্বিগ্ন। এখানে বাংলাদেশ জাতীয় দল ছাত্রদলের ন্যূনতম কোনো ভূমিকা নেই, কোনো সম্পৃক্ততা নেই।
এসব ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধারাবাহিক শিক্ষা কার্যক্রম চলছে। এটিকে যারা বিচ্ছিন্ন করতে চাচ্ছে আমরা কখনোই তা মেনে নিচ্ছি না। আমরা আমাদের অবস্থানে থেকে কাজ করে যাচ্ছি।
প্রিয় ক্যাম্পাসের এমন অস্থিতিশীল অবস্থায় ক্ষোভ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
শান্তিপূর্ণ ক্যাম্পাসের দাবিতে সব সংগঠনের সুষ্ঠু সহাবস্থানের দাবি জানিয়েছেন তারা।