সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের নিচে ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে আয়োজিত এক পদযাত্রা কর্মসূচিতে একথা বলেন তিনি।
তিনি বলেন,আমরা খালেদা জিয়ার মুক্তি এই সরকারের কাছে চাইবো না। আমরা আইনজীবী সমাজ বলবো- আপনারা যে অনাচার অত্যাচার অবিচার করেছেন। বাংলার মাটিতে বাংলার জনগণ এর বিচার করবে। আইনজীবীরা মাঠে নেমেছে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।
তিনি বলেন, আমরা চ্যালেঞ্চ দিচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী বাদ দিয়ে আসেন। তারা তাদের দায়িত্ব পালন করুক। বর্তমান এই অবৈধ সরকার, আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা ধরে রাখতে পারবে না। আইন শৃঙ্খলা-বাহিনী বাদ দিয়ে রাস্তায় নামুন। আপনাদের সোনার ছেলে ছাত্রলীগ, যুবলীগ এদের অত্যাচার অনাচারে সারা বাংলাদেশের মানুষ জর্জরিত। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে পদযাত্রাটি সুপ্রিমকোর্টের পূর্ব দিকের গেটের দিক যেতে থাকে। বিক্ষোভ মিছিলটি গেটের সামনে গেলে গেট আটকে দেয়া হয়। বাইরে যেতে না পারে কিছুক্ষণ তারা সেখানে অবস্থান করে। এরপর তারা মিছির নিয়ে হাইকোর্ট মাজার গেটের দিক যায়। কিন্তু মিছিলটি সেখানে যাওয়ার পরেও পুলিশের বাধার সম্মুখীন হয় পুলিশ গেট আটকে দেয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনটির সদস্য সচিব সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান, ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহম্মোদ তালুকদার, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আবেদ রাজা প্রমুখ।