খােলাবাজার২৪,শনিবার,০৪ জানুয়ারি ,২০২০ঃফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে জানুয়ারি ৪, ২০২০ তারিখে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এ ব্যাংকার্স-উদ্যোক্তা (এসএমই, কৃষি ও নারী) সমাবেশ এবং আনুষ্ঠানিক বিনিয়োগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব ফজলে কবির ও সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী।
এ সময় বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক জনাব এ. কে. এম. মহিউদ্দিন আজাদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহুরুল হক, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব শাহাজাদা বসুনিয়া, এসএমই ও এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান জনাব সাফায়েত আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য ব্যাংকের এসএমই, কৃষি ও নারী উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগের চেক হস্তান্তর করা হয়।