খােলাবাজার২৪,শনিবার,০৪ জানুয়ারি ,২০২০ঃ “মাদ্রিদ জলবায়ু সম্মেলন : পর্যালোচনা ও ভবিষ্যত করণীয়” শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ।
সম্প্রতি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সেমিনার হলে আয়োজিত “মাদ্রিদ জলবায়ু সম্মেলন: পর্যালোচনা ও ভবিষ্যত করণীয়” শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, প্রফেসর, হিসাব বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বাংলাদেশ লিমিটেড এর নির্বাহী কমিটির চেয়ারম্যান, অধ্যাপক ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ । উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাছান মাহ্মুদ, এমপি, মাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুন নাহার, উপ-মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেমিনারে সভাপতিত্ব করেন জনাব এ কে এম এ হামিদ, সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আইডিইবি ও অনুষ্ঠান সঞ্চালনা করেন কাওসার রহমান, সভাপতি, বিসিজেএফ। ডিসেম্বর/২০১৯ মাসে স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ঈঙচ ২৫ সম্মেলনে বাংলাদেশ জোরালো ভূমিকা ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
এই প্রেক্ষিতে ড. সেলিম বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্যাবলী ও কার্যাবলীর বিষয়ে ভূয়সী প্রশংসা করেন এবং তার স্বপক্ষে বক্তব্য তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার সারা বিশ্বকে একযোগে কাজ করতে হবে মর্মে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।