খােলাবাজার২৪,শনিবার,০৪ জানুয়ারি ,২০২০ঃঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রকৌশলীদের উদ্যোগে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রকৌশলীদের সংগঠন আইইবি দিনাজপুর শাখার উদ্যোগে আজ শনিবার সকালে ঠাকুরগাঁও শহরের সড়ক ভবনে এসব কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সড়ক সার্কেলের ত্বত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চামকা, ঠাকুরগাঁও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, দিনাজপুর গণপুর্ত বিভাগের প্রকৌশলী আবু জাফর সিদ্দিক, জাতীয় গৃহায়ক কর্তৃপক্ষ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরি, দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ: অধ্যাপক সফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক বিভাগের উপ-ভিাগীয় প্রকৌশলী কামাল হাসান সরকার ও দিনাজপুর পলিটেকনিক ইসিটিটিউড এর অর্কিটেক্টটর বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. জাবেদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি’র দিনাজপুর শাখার চেয়ারম্যান প্রকৌশলী মো. মোর্শাফ হোসেন। এসময় ঠাকুরগাঁও সড়ক বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রকৌশলীদের উদ্যোগে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রায় ৩শ কম্বল বিতরণ করা হয়।