Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,০৭জানুয়ারি ,২০২০ঃডিমলা-নীলফামারী-প্রতিনিধি : “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিমলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (০৭- জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা জেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে মাদক বিরোধী সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার-এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা, উপজেলা স্বাস্থ্য ও প,প অফিসার ডাঃ সারোয়ার আলম, ডিমলা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার (ওসি) তদন্ত সোহেল রানা প্রমুখ।
বক্তারা মাদকদ্রব্য ব্যবহারের কুফল গুলো বিশদভাবে আলোচনা করে শিক্ষার্থীদের মাদকদ্রব্য ব্যবহার না করতে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার।
র্যা লীতে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, মৎস্য অফিসার শামীমা আক্তার, নির্বাচন অফিসার মাহাবুবা আক্তার বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমূখ।