খােলাবাজার২৪,মঙ্গলবার,০৭জানুয়ারি ,২০২০ঃমোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদী জেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে শীতকালীন ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে অফিসার্স ক্লাব মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ব্যাটমিন্টন, কেরাম বোর্ড ও টেনিস মাঠে উপস্থিত হয়ে উৎসবের উদ্বোধন করেন। উৎসবে ব্যটমিন্টন, কেরাম বোর্ড ও টেনিস খেলায় মোট ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে এক সংক্ষিপ্ত আলোচনার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেণ জেলা প্রশাসক।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক ড. এটিএম মাহবুব উল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাফিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য: ও পঃ পঃ কর্মকর্তা ডা: আবু কাউছার সুমন, সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) আসসাদিক উজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া ও নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাস সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণন।