Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,০৭জানুয়ারি ,২০২০ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে দিনভর উত্তাল ছিল ক্যাম্পাস। মিছিল আর স্লোগানে মুখর ছিল পুরো ক্যাম্পাস। এখনও নানা কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রসংগঠনগুলো। অবিলম্বে ধর্ষকের বিচার ও সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানান তারা।

সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ধর্ষণবিরোধী স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সকাল ১০টার দিকে হলগুলো থেকেও জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। টিএসসি থেকে শাহবাগ, রোকেয়া হল থেকে নীলক্ষেত ছাড়িয়ে পড়ে প্রতিবাদী মিছিল।

বিক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোও। ছাত্রলীগ সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে। আর ছাত্রদল সাড়ে ১১টায় মধুর ক্যান্টিন থেকে প্রতিবাদ মিছিল বের করে।

এছাড়া ডাকসু ভিপির নেতৃত্বে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে শাহবাগে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ধর্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসের সড়কগুলো এখন ক্যানভাসে পরিণত হয়েছে। পিচ ঢালা পথে যেন ক্ষোভ ঢেলে দিয়েছেন শিক্ষার্থীরা। মুকাভিনয়ে ফুটিয়ে তোলা হয় অপরাধের বর্বরতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সরব প্রতিবাদ।

রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর তুলে নিয়ে ধর্ষণ করা হয় ওই ছাত্রীকে। রাত ১০টার দিকে তার জ্ঞান ফিরলে আশপাশের মানুষের সহায়তায় সিএনজি চালিত অটো রিকশায় চড়ে বান্ধবীর বাসায় যান তিনি। সেখান থেকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসেন সহপাঠীরা।