Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,০৮জানুয়ারি ,২০২০ঃ আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মনোহরদী উপজেলার মাছিমপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল মনোহরদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মজনু মিয়ার ছেলে। তিনি নরসিংদী পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে তোফাজ্জল হোসেন ও তার বন্ধু হৃদয় মোটরসাইকেলযোগে চালাকচরের দিকে যাচ্ছিলেন। ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মাছিমপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনের দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তোফাজ্জল হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

মনোহরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।