খােলাবাজার২৪,বুধবার,০৮জানুয়ারি,২০২০ঃ তোফাজ্জল হোসেনঃ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)র মধ্যে নরসিংদী জেলা,রায়পুরা উপজেলার শিক্ষক ও সুপারভাইজারদের ৫ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের শুভ উদ্ধোধন ৮ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নরসিংদী এর আয়োজনে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌর সভার মেয়র মোঃ জামাল মোল্লা,রায়পুরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নরসিংদী এর সহকারী পরিচালক মোঃ আলী আকবর,অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মোঃ তোফাজ্জল হোসেন,সংস্থার নির্বাহী পরিচালক মতিউর রহমান ভূইয়া জাকির,যমুনা নিউজের সাংবাদিক রাসেল আরেফিনপ্রমুখ । উল্লেখ যে রায়পুরা উপজেলার ২৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে বাছাই করে ২১ টি ভেন্যুতে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।