খােলাবাজার২৪,বৃহস্পতিবার,০৯জানুয়ারি,২০২০ঃ বেশ কিছু দিন যাবৎ শিরিন আমাকে এড়িয়ে চলছে, কল দিলে ব্যস্ত, মেসেজ দিলে সিন কিরে রাখতো রিপ্লাই দিতো না। সারাদিনে নেটে একটিভ থাকে, অথচ আমি মেসেজ দিলে কোনো রিপ্লে দেয় না।
যেই শিরিন আমাকে ছাড়া অন্য কিছু কল্পনাও করতো না, একদিন কল না দিলে পাগল হয়ে যেতো, একদিন দেখা না করলে কল দিয়ে কান্না করতো আর সেই শিরিন আমাকে দিনের পর দিন এড়িয়ে যাচ্ছে। তাই কালকে রাতে কল দিলাম বাট কল ধরেনা।
শিরিনকে আমি কল না দিলেই সে অনেক খুশি হয়। অনেক অনুরোধ করে আজকে শেষবারের মতো দেখা করতে বললাম আর এটাও বললাম আজকে যেন আমার সাথে দেখা করে আমার কিছু কথা বলার ছিল।
কল কেটে দিয়ে সারা রাত কান্না করলাম, শিরিনের স্মৃতি গুলো মনে করতে করতে ফজরের আযান দেয় আর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই।
আজকে বিকালবেলা রেড়ি হয়ে আমি শিরিনের পছন্দের সেই জায়গায় চলে গেলাম প্রতিদিন শিরিনই আমার জন্য অপেক্ষা করতো, দেরি হলে কানে ধরাতো আর আজকে আমি গিয়ে বসে কিন্তু শিরিন এখনো আসছে না।
হঠাৎ স্বপনের মাজে শিরিন আসলো, একটা কালো শাড়ি পড়ে, অন্যদিনের তুলনায় একটু বেশিই সুন্দর লাগছে।
এসে আমার থেকে কয়েক হাত দূরে গিয়ে বসলো, প্রতিদিন এসে আমার বাম হাত ধরে কাঁধে মাথা রেখে তারপর গল্প করতো কিন্তু আজকে তার উলটো। আমি চুপ করে বসে আছি। একটু পর শিরিন বললো….
শিরিনঃ বল কেন ডেকেছিস?
আমিঃ তোর এতো দেরি হলো যে?
শিরিনঃ বাসায় কাজ ছিলো। কি বলবি তাড়াতাড়ি বল। আমার বাসায় কাজ আছে।
আমিঃ মাত্রই তো আসলি একটু বস।
শিরিনঃ বললাম না আমার কাজ আছে, কি বলবি বল।
আমিঃ আমায় ছেড়ে থাকতে পারবি?
শিরিনঃ দেখ তোর এসব আলগা ফিরিত দেখার জন্য আমি আসিনি, আর হে শোন আজ থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবি না, তুই ডিস্টার্ব না করলেই আমি খুশি হবো। আমাকে আমার মতো থাকতে দে। আজ থেকে আমাকে কোনো কল বা মেসেজ দিবি না।
এ কথা গুলো বলে শিরিন হাটা দিলো,,,,!
আমিঃ দাঁড়া!
শিরিনঃ হুম বল।
আমিঃ নিজের খেয়াল রাখিস, পারলে ক্ষমা করে দিস।
শিরিন আর কিছু না বলে হাটা দিলো, আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। একটু পর চোখ গুলো ঝাপসা হয়ে আসলো, নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো আর আমার তন্দা কাটল কই শিরিন?
আমি হারিয়ে গেলাম আজ থেকে। যেদিন প্রথম আমার আর শিরিন পরিচয় হয় সেদিন থেকেই ফ্রেন্ডশিপ হলো, একটা সময় দুজন দুজনকে পাগলের মতো ভালোববেসে ফেললাম। রাগারাগি, খুনসুটি, ঘুরাফেরা, অভিমান সব কিছুই ছিলো আমাদের মাঝে শুধু ছিলো না একজন অন্যজনকে ছাড়া বাঁচার কল্পনা।
আমার এখনো মনে আছে অসুস্থতার কারণে আমি কয়েকদিন অফিসে যেতে পারিনি। তারপর একদিন গেলাম শিরিন সবার সামনেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিলো। আমাদের ভালোবাসা ছিলো পবিত্র ভালোবাসা।
এভাবেই আমাদের দিন যাচ্ছিলো আর ভালোবাসা দ্বিগুণ হচ্ছিলো কিন্তু কয়েকমাস আগে থেকে শিরিন আমাকে আগের মতো কল দেয়না, কথা বলেনা, দেখা করেনা।
শিরিন চলে যাওয়া মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক বড় কিছু একটা কিছু হারিয়ে গেছে। তারপর সেখান থেকে উঠে চলে গেলাম।
বার বার শুধু শিরিনের কথা মনে পড়তেছে, যেদিকে যাই শুধু ওর স্মৃতি গুলো মনে পড়ে, অফিসে গেলে শিরিনকে মনে করি, বাসায় আসলে মিস করি, ঘুমাতে গেলেও ওর স্মৃতি গুলো আমাকে ঘুমাতে দেয়না।
দিন দিন আমার অবস্থা খারাপ হতে লাগলো, কি থেকে কি হয়ে গেলাম নিজেও জানিনা……