Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার,০৯জানুয়ারি,২০২০ঃ জবি প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন উপলক্ষে আগত ছাত্রদের নেতাকর্মীদের নিয়ে  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাঁঠাল তলায় অবস্থান নেয়।  
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ওমর ফারুক কাওসার এবং জবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম এর নেতৃত্ব দেয়। 
কাঁঠাল তলা অবস্থান শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি হয়ে ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। এ সময় ছাত্নেতারা বলেন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতে যে ভাবে ক্যাম্পাসে ছিলো ভবিষ্যতে ও থাকবে। শত হামলা মামলা নির্যাতন করেও সরকার তাদের এই চলমান আন্দোলনকে ঠেকাতে পারবেনা বলে তারা অঙ্গীকার করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শনিবার (১১ জানুয়ারি) ধূপখোলা মাঠে প্রথম সমাবর্তনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমাবর্তনের উপকরণ বিতরণ শুরু হয়েছে। এছাড়া ৮ ও ৯ জানুয়ারি সমাবর্তনের উপকরণ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে নিজ নিজ বিভাগ। সমাবর্তন ভেন্যু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ পাশ্ববর্তী গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে মহড়া অনুষ্ঠিত হবে।