Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,১১জানুয়ারি,২০২০ঃ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিববর্ষের উদ্বোধন উপলক্ষে শুক্রবার নানা আয়োজন ছিল রূপালী ব্যাংকে। মুজিববর্ষের স্পর্শে স্পন্দিত রূপালী ব্যাংক এই স্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব বর্ষের লোগো ও ক্ষণগণনার উদ্বোধন করার পরপরই রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংকটিতে মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করেন।
এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার মূর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও অরুণ কান্তি পাল, জিএম অশোক কুমার সিংহ রায়, শফিকুল ইসলাম, খান ইকবাল হোসেন, গোলাম মরতুজা, আবদুর রহিম, আবুল খায়ের, শওকত আলী খান, আহসান উল্লাহসহ সকল জিএম, ডিজিএম, সিবিএ সভাপতি, সেক্রেটারি, স্বাধীনতা ব্যাংকার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রূপালী ব্যাংক ইউনিট সেক্রেটারি, রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।