খােলাবাজার২৪,শনিবার,১১জানুয়ারি,২০২০ঃ মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগিতায় ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নরসিংদী শিবপুরে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গ বন্ধুর সম্পর্কে জানতে পারলে সু নাগরীক হিসাবে গড়ে ওঠতে পারবে। এ সময় তিনি আরো বলেন বঙ্গ বন্ধু না হলে বাংলাদেশ হত না। শিক্ষার্থীদের বঙ্গ বন্ধু তথা বাংলাদেশ সৃষ্টির সঠিক ইতিহাস জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা, শিবপুর মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল। পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তির পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান বুলু মাস্টার, সৈয়দ সিরাজ উদ্দিন প্রমূখ।