Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,১২জানুয়ারি,২০২০ঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং র‌্যানকন ব্রিটিশ মটরস লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, এমটিবি-এর সকল গ্রাহকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ বিশেষ হ্রাসকৃত মূল্যে র‌্যানকন ব্রিটিশ মটরস লিমিটেড থেকে মরিস গ্যারেজেস্ ব্র্যান্ডের গাড়ি ক্রয় করতে পারবেন।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং র‌্যানকন হোল্ডিংস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, ফারহানা করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে র‌্যানকন হোল্ডিংস লিমিটেড-এর গ্রুপ সিএফও, সামির উদ্দিন, র‌্যানকন ব্রিটিশ মটরস লিমিটেড-এর হেড অব বিজনেস, হোসেইন মাশনূর চৌধুরী এবং এমটিবি’র গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খান, হেড অব স্টুডেন্ট ব্যাংকিং, নাফিসা চৌধুরী এবং ডেপুটি হেড অব কমিউনিকেশন্স, সামিয়া চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।