Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

স্বভাবতই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল বিসিবি।তবে সংবাদ বিজ্ঞপ্তিতে পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদরদপ্তরে এ নিয়ে আলোচনা করবেন দুই দেশের বোর্ড প্রধান। চলতি সপ্তাহে সেখানে আইসিসির গভর্ন্যান্স রিভিউ কমিটির মিটিংয়ে থাকবেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান। সোমবার সেখানেই তাদের মধ্যে আলাপ-আলোচনা হবে।

পিসিবির দাবি, বাংলাদেশের পাকিস্তান সফরের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে দুবাই বৈঠকে ধারাবাহিক আলোচনা হবে। দেশটির মাটিতে টেস্ট সিরিজ না খেলার কারণে ঠিক কি অবস্থা তৈরি হতে পারে, মূলত সেই বিষয়ে আলাপ করাই মূখ্য উদ্দেশ্যে। এতে দুই বোর্ড প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর।

আইসিসির এফটিপি অনুযায়ী,চলতি মাসের শেষদিকে ২ ম্যাচ টেস্ট এবং ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। তবে নিরাপত্তা অযুহাতে সেখানে শুধু টি-টোয়েন্টি খেলতে চায় টাইগাররা। আর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চায় তারা।তবে তাতে নারাজ পাকিস্তান। নিজ দেশেই দুটি সিরিজ খেলতে চায় তারা।