গ্রেফতাররা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলন, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম অপু, সাইফুল ইসলাম সোহাগ ও পলাশ দাশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান মামলার বরাত দিয়ে জানান, জেলা শহরের বিকনা এলাকার কামাল হোসেন হাওলাদার নামের এক ঠিকাদারের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে আসছে ছাত্রলীগ নেতা মিলন। এ ঘটনাটি ঠিকাদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জালানে ক্ষিপ্ত হয়ে মিলন ও তার লোকজন গত ৫ জানুয়ারি ঠিকাদার কামাল হোসেনকে মারধর করে। পরে কামাল হোসেন এ ঘটনায় মিলনসহ ৬ জনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ করে।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) শহরের ডাক্তারপট্টি এলাকায় ছাত্রলীগ নেতা মিলনের বাসায় অভিযান চালিয়ে ১১টি দেশীয় ধারালো রামদা ও ৪টি পাইপসহ প্রথমে মিলন আটক হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান করে অপর তিনজনকে আটক করে পুলিশ।
ঠিকাদের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে মিলনসহ চারজনকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে মিলনের কাছে আরও অস্ত্র রয়েছে বলে পুলিশ ধারণা করছে। সে ব্যাপারেও অভিযান চলানো হচ্ছে বলেও জানান ওসি মো. খলিলুর রহমান।