
ভারতের ভিন্ড জেলায় ঘটেছে এ ঘটনা।
দীলিপ, বিনীতা নামে এক নারীর সঙ্গে গত নয় বছর সংসার করছিলেন। নিজের আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে একইদিনে শ্যালিকাসহ রচনাকে বিয়ে করেছেন তিনি। তবে ইচ্ছে করে নয়, এক প্রকার বাধ্য হয়েই!
দীর্ঘদিন ধরেই অসুস্থ মধ্য প্রদেশের ভিন্ড জেলার গুড়াবল্লী গ্রামের বাসিন্দা বিনীতা। কোনো কিছুরই ঠিকমত খেয়াল রাখতে পারতেন না তিনি। আর এ কারণেই স্বামী দীলিপকে আরেকটি বিয়ে করতে বলেন তিনি এবং তাকে তালাক দেন। প্রথমে রাজি ছিলেন না স্বামী, কিন্তু স্ত্রী নিজের সিদ্ধান্তে অটল!
শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে রচনাকে বিয়ে করেন দীলিপ। কিন্তু রচনার পরিবারও আর্থিকভাবে সচ্ছল না থাকায় ছোট মেয়েকেও বিয়ে করে নেন দীলিপ। আর সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কুর্ণিশ জানালেন দিলীপ-বিনীতা-রচনাকে।