খােলাবাজার২৪,বুধবার,১৫জানুয়ারি,২০২০ঃতোফাজ্জল হোসেনঃ শিবপুরের বান্দারদিয়ার সবজি মাঠে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বিএআরআই শিবপুর এর বাস্তবায়নে চিনিশপুর দীপশিখা মহিলা সমিতি (সিডিএমএস) এর কারিগরী সহযোগীতায় এবং বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন,ফার্মগেট ঢাকা’র সহায়তায় রিলে ফসল হিসেবে বেগুন গাছের উপর শীতকালীন শিম চাষ শীর্ষক মাঠ দিবস ১৫ জানুয়ারী সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। বি এ আর আই উদ্ভাবিত শিমের জাত অভিযোজন ও কৃষকের উদ্ভাবন উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিবিষয়কে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত মাঠ দিবসেস্বাগত বক্তব্য রাখেন চিনিশপুর দীপশিখা মহিলা সমিতির নির্বাহী পরিচালক ছফুরা বেগম।
আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র শিবপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহামুদুল ইসলাম নজরুল’র সভাপতিত্বে এবং বিআরআই শিবপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম.আরিফুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জৈয়ন্তপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্র্তা ড. মোঃ মশিউর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নরসিংদীর অতিরিক্ত উপ পরিচালক ড. সাফায়েত সিদ্দিক, সরেজমিন গবেষণা বিভাগ শিবপুর এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আসাদুজ্জামান,নরসিংদী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) ড. মোস্তফা এমরান হোসেন,আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র শিবপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা নাসরিন বেগম,এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গবেষণা সহকারী শহীদুল্লাহ মিয়া,শিম চাষী আব্দুল মান্নান,রিনা বেগম, জুলেখা বেগম, সিরাজ মিয়া প্রমুখ।মাঠ দিবসে বক্তাগণ বলেন রিলে ফসল হিসেবে বেগুন গাছের উপর শীতকালীন শিম চাষ খুবই লাভজনক। কারন এই শিম চাষে মাচার দরকার পড়ে না। এ ছাড়া যে জাতের শিম বেগুন গাছে চাষ করা হয় সেটি প্রচুর পরিমানে ফলে। মাঠ দিবসে বিভিন্ন এলাকার কৃষক,কৃষাণীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর অতিথিবৃন্দ শিম চাষ পরিদর্শন করেন।