Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,১৫জানুয়ারি,২০২০ঃআলাউদ্দিন সবুজঃ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। বর্তমান সময়ের আলোচিত মুফাসসির ও জনপ্রিয় ইসলামীক স্কলার মাওলানা ড. মিজানুর রহমান আল-আজহারী প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন। উত্তর কাশিমপুর কেন্দ্রিয় মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলামের বয়ানের মধ্য দিয়ে মাহফিলের অানুষ্ঠানিকততা শুরু হয়েছে। কুমিল্লার মাওলানা রহমত উল্লাহ বয়ান চলছে। পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান মাহফিলে সভাপতিত্ব করছেন। আমন্ত্রীত অতিথি হিসেবে অংশ নেন পাছগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মানিক। মাহফিলে বিশেষ ওয়ায়েজ ছিলেন ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, মাদরাসা শিক্ষা বোর্ডের সদস্য ও গাউছিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইজহারুল হক, পদ্মা টেক্সটাইল মিল মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম। আয়োজকরা জানান, মাহফিল স্থলের আশপাশে ৩টি ডিজিটাল প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া ৭৫টি মাইক রাখা হয়েছে। এদিকে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মুসল্লীরা মাহফিলে আসতে শুরু করেছে। আয়োজক কমিটির আহবায়ক ও উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার সেক্রেটারী কামরুজ্জমান মাসুম জানান, মাহফিলে লক্ষাধিক জনসমাগম হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পরিষদ সদস্য ও পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক লিটন জানান, মাহফিলকে ঘিরে কাশিমপুরসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।