
চিত্রনায়ক নিরব বলেন, ‘আমার কাছে যেকোনো আলোচনাই ইতিবাচক মনে হয়। আর শাকিব ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই বড়োভাই-ছোটভাইয়ের মতো। এটা এই ইন্ডাস্ট্রির সবাই জানে। তাই এই সম্পর্কের ভেতরে অন্য কোনো গন্ধ খুঁজতে যাওয়াটা বৃথা সময় নষ্ট বলেই আমি মনে করি। আশার কথা হলো, তাসকিন ও বুবলীর কাজগুলো পুরোপুরি শেষ হয়ে গেছে। তাই ‘ক্যাসিনো’ ছবির আমার বাকি কাজগুলো শেষ হলেই ছবিটির প্রচারে নতুন আইডিয়া সাজাব আমরা।’
উল্লেখ্য, সৈকত নাসিরের পরিচালনায় বুবলী এই প্রথম শাকিবের বাইরে কারো সঙ্গে কাজ করলেন। তাই ছবিটি নিয়ে ভিন্ন মাত্রার একটি চাহিদা থাকবে এমনটাই সকলের বিশ্বাস। বুবলী বলেন, ‘নিরবের সঙ্গে পরিচয় দীর্ঘদিনের। একসঙ্গে একটা দারুণ কাজ শেষ করলাম। এখন দর্শকদের ভালোবাসাটাই আমাদের একান্ত কাম্য।
আর সিনেমা ইন্ডাস্ট্রির এই মন্দা বাজারে আমরা প্রত্যেক শিল্পীই এখন চাই যেকোনো ছবির সাফল্য। আমাদের দুজনার এই নতুন জুটি দর্শকেরা দারুণভাবে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস।’